নিজস্ব সংবাদদাতা ॥ সারা দেশের ন্যায় শান্তিপূর্ন ভাবে বরিশালের গৌরনদীর চারটি কেন্দ্রে বুধবার ১ হাজার ৯’শ ৩৫ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষা অংশগ্রহন করে। এরমধ্যে আটজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
কেন্দ্র সুত্রে জানা গেছে, গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল তিনজন। গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ উপকেন্দ্রে ৫’ ৯১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল দু’জন। বার্থী ডিগ্রী কলেজ উপ-কেন্দ্রে ৩’ ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল এক জন। সরিকল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫’শ ৩ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল দু’জন। গতকাল বুধবার সকালে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন ও গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন।