নিজস্ব সংবাদদাতা ॥ নগরীর প্রানকেন্দ্র অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন সদর রোডে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জেলা ও মহানগর আওয়ামী যুবলীগ কতৃক এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টায় যুদ্ধপরাধীদের বিচার ও বিএনপি জামাত’র মদদে গণতান্ত্রিক সরকার উৎখাত ও জঙ্গিবাদী ষরজন্ত্রের প্রতিবাদে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধন অনুষ্ঠানে মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর যুবলীগ যুন্ম-আহ্বায়ক মাহামুদুল হক মামুন,মেজবাউদ্দিন জুয়েল, জেলা যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন,সাধারন সম্পাদক এ্যাড.ফজলুল করিম শাহিন অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর জেষ্ট পুত্র ছাদেক আব্দুল্লাহ,যুবলীগ নেতা তারিক বিন ইসলাম,মোয়াজ্জেম হোসেন চুন্নু, ফারুক হোসেন ও ছাত্রলীগ জেলা ও মহানগর নেতৃবৃন্দ প্রমুখ।