নিজস্ব সংবাদদাতা ॥ তুচ্ছ ঘটনার জেরধরে বরিশালের গৌরনদী পৌরসভার সংরক্ষিত ৩ নং আসনের কাউন্সিলর সাবিনা খন্দকারের ভাইকে কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। মুর্মুর্ষ অবস্থায় আহতকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ শুক্রবার কালু সরদার নামের এক হামলাকারীকে গ্রেফতার করেছে।
আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার বেজহার গ্রামের জামাল হাওলাদারের বাড়িতে অনুষ্ঠিত গাজী কালুর পালাগান উপভোগ করার জন্য পাশ্ববর্তী কাসেমাবাদ মহল্লার পৌর কাউন্সিলর সাবিনা খন্দকারের ভাই আশিক খন্দকারসহ ওই (কাসেমবাদ) মহল্লার ৭/৮ জন যুবকেরা যায়। অনুষ্ঠানস্থলে বসে স্থানীয় মিঠু সরদার ও কালু সরদারের সাথে তুচ্ছ ঘটনার জেরধরে কাসেমাবাদ মহল্লার ইলিয়াস হোসেনের বাকবিতন্ডা হয়। এ ঘটনার জেরধরে মিঠু ও কালুর নেতৃত্বে ১০/১৫ জন যুবকেরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত ভাবে হামলা চালিয়ে কাউন্সিলের ভাই আশিক খন্দকারকে কুপিয়ে ও ইলিয়াস হোসেন, ছাদিকুল বেপারী, আল-আমিন, জনি হাওলাদারকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।