বরিশালের আড়িয়াল খাঁ নদীতে বাঁধ দেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল সদর ও মেহেন্দিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী আড়িয়াল খাঁ নদীর চ্যানেলে বাঁধ দেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে কয়েক হাজার কৃষকেরা মাঠে নেমেছেন। যে কোনো মূল্যে খালে বাঁধ নির্মাণ প্রতিহত করার ঘোষনা দিয়েছে তারা।

তারই ধারাবাহিকতায় শুক্রবার বরিশাল সদর ও মেহেন্দিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী জাঙ্গালীয়া, টুঙ্গীবাড়িয়া ও চরমোনাই ইউনিয়নের সীমানায় আড়িয়াল খাঁ নদীতে বাঁধ নির্মাণ ষড়যন্ত্র প্রতিহত করার জন্য বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে ওইসব এলাকার সহস্রাধীক কৃষকেরা। তাদের দাবি বাঁধ নির্মান করা হলে তাদের সাড়ে ৫ হাজার একর ফসলি জমি পরিত্যক্ত হয়ে যাবে। ওই জমিতে ফসল ফলাতে হলে নদীটি রক্ষা করা প্রয়োজন। স্থানীয় আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেনের নেতৃত্বে কৃষকেরা মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করেন। মানববন্ধন কর্মসূচী চলাকালে অনুষ্ঠিত সমাবেশে কৃষকেরা বলেন, তাদের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম এই কৃষি জমি। এখানে  বাঁধ নির্মান করা হলে প্রায় ৩০ হাজার কৃষক পরিবারকে পথে বসতে হবে। তাই যে কোনো মূল্যে তারা বাঁধ নির্মাণের ষড়যন্ত্র মোকাবেলা করবেন।

এ বিষয়ে আলাপকালে ওই এলাকার ৮৫ বছর বয়সী কৃষক আমজেদ আলী ফকির জানান, তার দাদাও এই চরের জমিতে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করেছে। একই অবস্থা তার বেলায়। আক্ষেপ করে তিনি বলেন, এ নদীতে বাঁধ দিলে আমাদের পরিবার পরিজন নিয়ে না খেয়ে থাকতে হবে। আমরা কোনো প্রকারেই এখানে বাঁধ দিতে দেব না। ওই এলাকার জালাল শিকদার টুলু জানান, কৃষি কাজের পাশাপাশি এই নদী দিয়ে আমরা যুগ যুগ ধরে মালামাল আনা নেয়া করছি। এই এলাকার প্রায় অর্ধলক্ষ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই নদীপথ। এ পথেই আমরা উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় যাতায়াত করে আসছি। এটি বন্ধ হয়ে গেলে আমাদের বাঁচার উপায় থাকবে না।

সূত্রমতে, মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কেউটিয়া আশ্রায়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য এখানকার চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার আড়িয়াল খাঁ নদী বাঁধ দিয়ে মৎস্য প্রকল্প করার পরিকল্পনা নেয়। এই পরিকল্পনা ফাঁস হয়ে গেলে কৃষকরা আটঘাট বেঁধে ষড়যন্ত্র মোকাবেলায় মাঠে নেমেছেন।