দেশবাসী যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে পূর্ণ স্বাধীনতা পেতে চায় -সুবিদ আলী ভূঁইয়া, এম.পি

মাহ্ফুজ ইসলাম শিপ্লু, দাউদকান্দি ॥ বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার করা আওয়ামীলীগের নির্বাচনী অঙ্গীকার, যে কোন মূল্যে ইহা বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, যারা যুদ্ধাপরাধীদের বাচাতে চায়, এ দেশে তাদের রাজনীতি করা উচিত নয়। দেশবাসী যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে পূর্ণ স্বাধীনতা পেতে চায়। গতকাল শুক্রবার দাউদকান্দি পৌরসভার নিজ ভবনে দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধাদের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার  শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারুল নাছের, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড: আহসান হাবীব লীল মিয়া, কুদ্দুস সরকার, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার খোরশেদ আলম, বাসুদেব ঘোষ, ইঞ্জিঃ আব্দুস ছালাম, এস.এম.কেরামত আলী, আব্দুল মান্নান, নুরুল আমিন প্রধান, আসলাম মিয়াজী, হেলাল, মঈন চৌধুরী প্রমূখ।