নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)-এর মাসিক পরিচালনা পর্ষদের সভা গতকাল সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালের সেমিনার কক্ষে পরিচালনা পর্ষদের সভাপতি ও বিসিসি মেয়র এ্যাডভোকেট শওকত হোসেন হিরনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শেবাচিমের অধক্ষ্য ডাঃ মোঃ শহিদুল্লাহ, বিএমপি পুলিশ কমিশনার তৌফিক উদ্দিন আহম্মেদ, ডাঃ ইসতিয়াক আহম্মেদ, ডাঃ কামরুল আহসান সেলিম, ডাঃ আতাউর রহমান, ইঞ্জিনিয়র শহিদুল ইসলাম প্রমুখ। সভায় হাসপাতালের অবকাঠমগত উন্নয়ন মুলক কর্মকান্ডের প্রতি জোর দেয়া হয়েছে।