বরিশালে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের চাঞ্চল্যকর সিরাজ হত্যা মামলায় গতকাল সোমবার জেলা দায়রা জজ একজনের যাবজ্জীবন কারাদন্ড, সাতজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও সাতজনকে বেখসুর খালাস দিয়েছে। অতিরিক্ত জেলা দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষনা করেন।

আদালত সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে ২০০৬ সনের ১৬ জুন ওই গ্রামের শাহাজুল ওরফে ভুলু হাওলাদার ও তার সহযোগীরা পিটিয়ে ও কুপিয়ে একই গ্রামের সিরাজ হাওলাদারকে হত্যা করে। এ ঘটনায় ওইদিনই নিহতের বড়ভাই সেলিম হাওলাদার বাদি হয়ে বাবুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় গতকাল সোমবার বরিশালের অতিরিক্ত জেলা দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক আসামি শাহাজুল ওরফে ভুলু হাওলাদারকে যাবজ্জীবন কারাদন্ড, সাতজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও সাতজনকে বেখসুর খালাসের রায় ঘোষনা করেন। মামলা দায়েরের পর থেকে শাহাজুল ওরফে ভুলু হাওলাদার পলাতক রয়েছে।