বরিশালে শুরু হচ্ছে অস্বচ্ছল মুক্তিযোদ্ধা সন্তানদের শিক্ষা অনুদান কার্যক্রম

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের সন্তাদের লেখাপড়ার খরচের জন্য আর্থিক অনুদান প্রদান করতে তালিকা তৈরির কাজ চলছে। গতকাল মঙ্গলবার তালিকা তৈরির কাজের উদ্বোধন করা হয়।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার কুতুব উদ্দিন আহম্মেদ জানান, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বরিশাল জেলার অনুকূলে ১৩০ জন অধ্যায়নরত অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের ছাত্র-ছাত্রীদের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে এ অর্থ প্রদান করা হবে। তিনি আরো জানান, জেলার প্রতিটি উপজেলায় এ আর্থিক সহায়তা প্রদান করা হবে। এ জন্য অস্বচ্ছল মুক্তিযোদ্ধা সন্তানদের স্কুল বা কলেজের প্রধান শিক্ষকের সার্টিফিকেট, পাসর্পোট সাইজের এক কপি ছবি, নাগরিকত্ব ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সাময়িক সনদপত্রের ফটোকপি আবেদন পত্রের সাথে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলে আগামি সাত মার্চের মধ্যে জমা দেয়ার জন্য তিনি আহ্বান করেছেন।