আর্কাইভ

বড়ইয়া দরবার শরীফে আজ থেকে তিন দিন ব্যাপী বার্ষিক ওরশ

গৌরনদী সংবাদদাতা ॥ ঝালকাঠীর রাজাপর উপজেলার বড়ইয়া চিশতিয়া হোসেনিয়া পাক দরবার শরীফের ৩৯ তম বার্ষিক ওরশ শরীফ আগামীকাল বৃহস্পতিবার থেকে তিন দিন ব্যাপী শুরু হবে। ওরশের শেষ দিন আগামী ১১ ফের্রুয়ারি দেশের শান্তি সমৃদ্ধ কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করবেন দরবার শরীফের পীর হযরত মাওলানা শাহজাদা আমিনুল ইসলাম ফকির। উক্ত ওরশে সকল ভক্ত বৃন্দ ও আশেকানদের উপস্থিত থাকার জন্য আহবান করেছেন কর্তৃপক্ষ।

আরও পড়ুন

Back to top button