যার অর্থ নেই তিনিও শ্রম ও মেধা দিয়ে মানব কল্যানের কাজে আসতে পারে- ড. খন্দকার আলী আজম

উম্মে রুমান, বরিশাল ॥ যার অর্থ নেই তিনিও শ্রম ও মেধা দিয়ে মানব কল্যানের কাজে আসতে পারে। আমি আমার আর্জত আয়ের অর্থের তিনের একাংশ ধর্মী ও মানুষের সেবায় ব্যায় করে থাকি সাগর পাড়ের নবগঠিত উপজেলা তালতলীর কাজিরখাল গ্রামে ড. খন্দকার আলী আজম হাফিজি মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন কালে ওশান গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক ও স্বাধীনমতের সম্পাদক ড. খন্দকার আলী আজম এ কথা গুলো বলেন। শুক্রবার দুপুরের দিকে হাফিজি মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালতলী উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ইউসুফ আলী হাওলাদার।

ড. খন্দকার আলী আজম উপস্থিত সাংবাদিকদের অনুরোধ করে বলেন আপনারা কুয়াকাটাকে বিভিন্ন প্রিন্ট ও ইলেকক্টনিক্স মিডিয়ার মাধ্যমে বিশ্বের কাছে পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরেছেন ঠিক তেমনি ভাবে এ উপজেলার সোনকাটাকেও সম্ভাবনাময় পর্যটন স্পট হিসেবে তুলে ধরুন।অনুষ্ঠান শেষে ড. খন্দকার আলী আজম হাফিজি মাদ্রাসা ও এতিমখানার ভিক্তিপ্রস্তর উন্মোচন করেন।এ সময় ড. খন্দকার আলী আজম বলেনে এ মাদ্রাসার সকল ছাত্র শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা সহ যাবতীয় ব্যায় ভার ওশান গ্র“প বহন করবে বলে তিনি ঘোষনা দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো.ফজলুল হক জোমাদ্দার, সাধারন সম্পাদক ও বড়বগী ইউপি চেয়ারম্যান মো. আলমগীর মুন্সী, তালতলী থানা অফিসার ইনচার্জ মো.সামসুল হক, নিশানবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মো.দুলাল ফরাজী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু সিদ্দিক, ওশান গ্র“পের পরিচালক কুয়াকাটা প্রেসক্লাব সাবেক সভাপতি সাংবাদিক এ.এম. মিজানুুর রহমান বুলেট প্রমুখ।