সাংবাদিক দম্পতি হত্যার বিচারের দাবিতে দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

মাহ্ফুজ ইসলাম শিপ্লু, দাউদকান্দি ॥ সাংবাদিক দম্পতি সাগর ও রুনির খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার দাউদকান্দিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের টোলপ্লাজা সংলগ্নস্থানে উপজেলার কর্মরত সকল সাংবাদিক বৃন্ধ  মানববন্ধন কর্মসূচী পালন করেছে। এদিকে মানববন্ধন কর্মসূচী পালন কালে চাঁদপুরে বি এন পির জনসভায় যাওয়ার পথে বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন। মানববন্ধন কর্মসূচী পালন শেষে ড. মোশাররফ বলেন, এ সরকারের আমলে সাংবাদিক সহ জনগণের নিরাপত্তা নেই। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে ও ঘরের মধ্যেও নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ধরনের হত্যাকান্ডের যেন পুনরাবৃত্তি না ঘটে সে জন্য সাগর ও রুনির খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সরকারের একজন সংসদ সদস্য প্রকাশ্যে সাংবাদিক লাঞ্ছিত করেছে তারও বিচার হয়নি।

তিনি আরো বলেন, খুনিদের গ্রেফতার করতে ব্যর্থ হলে দায়ভার কাঁধে নিয়ে স্বরাষ্ট্্র মন্ত্রীর পদত্যাগ করা উচিত। সাংবাদিক সমাজ রাস্তায় বেরিয়ে পড়লে এর ফল শুভ হবে না বলে সরকারকে সর্তক করেন। আরো বক্তব্য রাখেন, মোহাম্মদ আলী শাহীন আমাদের সময়, শামীম রায়হান জনকণ্ঠ, হানিফ খাঁন নয়াদিগন্ত, সহিদ উল্লাহ সাদা বাংলা বাজার, আমির হোসেন বাংলাদেশ প্রতিদিন, আঃ সালাম বাংলাদেশ সময়, রাশেদুল ইসলাম লিপু সমকাল, আরিফুল ইসলাম মানব জমিন, শরীফুল ইসলাম দিনকাল, মামুনুর রশিদ ভোরের ডাক, আলমগীর হোসেন কুমিল্লা নিউজ ২৪, লিটন সরকার বাদল ভোরের কাগজ প্রমুখ।  সাংবাদিকরা বক্তব্যে বলেন, প্রকৃত খুনিদের গ্রেফতার করা না হলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অনশন কর্মসূচী ঘোষণা করা হবে।