নিজস্ব সংবাদদাতা ॥ নিখোঁজের একমাস পরেও সন্ধ্যান মেলেনি বরিশালের গৌরনদী পৌর সদরের আল-হেলাল মাদ্রাসার নবম শ্রেনীর মেধাবী ছাত্র আরাফাত খান নাহিদের (১৪)। এ ঘটনায় নাহিদের পিতা গৌরনদী থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। জানা গেছে, পৌর সদরের দক্ষিণ পালরদী মহল¬ার বাসিন্দা হানিফ খানের পুত্র নাহিদ। গত ১৪ জানুয়ারি সকালে বাড়ি থেকে মাদ্রাসায় আসার পথে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান মেলেনি।