আগৈলঝাড়ায় কমিউনিটি পুলিশিং কমিটির আইন-শৃংখলা বিষয়ক সভা

আগৈলঝাড়া সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়ায় কমিউনিটি পুলিশিং কমিটির আইনশৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত।   গতকাল মঙ্গলবার সকালে উপজেলার গৈলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল হোসেন লাল্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার নন্দী, এস আই আলী আহম্মদ, পুলিশিং কমিটির সদস্য সচিব মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, সাবেক চেয়ারম্যান দুলাল দাস গুপ্ত, প্রাক্তন শিক্ষক মজিবুর রহমান মোল্লা, মোঃ শাজাহান সরদারসহ প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, আইন শৃংখলা রক্ষার জন্য পুলিশকে মাঠে কাজ করতে হবে। পুলিশিং কমিটি মাদকাসক্ত, মাদক বিক্রেতা, যৌন হয়রানী ও স্কুল গামী শিক্ষার্থীদের মোবাইল ব্যাবহারের উপর নজর রাখতে হবে। এই কমিটি শুধু ঘড়ের মধ্যে সিমাবদ্ধ রাখলে হবেনা। প্রতি মাসে ওয়ার্ড পর্যায়ে সভা করতে হবে। পুলিশ জনগনের শত্রু নয় তারা জনগনের বন্ধু তা জনগনকে কাজের মাধ্যমে বোঝাতে হবে।