স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্রনেতা টিপু-কামালের মৃত্যুবার্ষিকী পালিত

গৌরনদী সংবাদদাতা ॥ ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ও গৌরনদীর সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের উপদেষ্টা খায়রুল আহসান টিপু ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি ও সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক এইচ.এম কামাল হোসেনের ২১তম মৃত্যুবার্ষিকী বুধবার পালিত হয়েছে। ১৯৯১ সনে বোমা হামলায় ওই দু’ছাত্রনেতা নিহত হন।
এ উপলক্ষে উপজেলা, সরকারি গৌরনদী কলেজ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে সকালে মরহুম টিপু-কামালের কবরে পুস্প অর্পন, কালোব্যাজ ধারন, দোয়া-মিলাদ ও স্মরনসভার আয়োজন করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরনসভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হারিছুর রহমান হারিছ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সাইদুর রহমান সাঈদ।
বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ নয়ন শরীফ, পৌর ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম মিয়া, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি সোহান ইসলাম মনির, সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, সহসভাপতি লুৎফর রহমান দ্বিপ, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক স্বপন ভূঁইয়া, ছাত্রলীগ নেতা কাজল হাওলাদার, মামুন মিয়া, ইমরাত খান, সুমন মাহমুদ, মোঃ রাতুল প্রমুখ।