উজিরপুর সংবাদদাতা ॥ বরিশালের উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের মৃত: আবু শরিফের ছেলে আলামিন শরিফ (৩০) এর বাড়িতে ভোলা জেলার লালমোহন উপজেলার অস্টিন পাড়া গ্রামের আবুল কাসেম হাওলাদারের মেয়ে ফারজানা আক্তার সুমা (১৮) শুক্রবার সকালে আলামিনের বাড়িতে এসে আলামিনের স্ত্রী পরিচয় দিলে অভিভাবক মা মেনে না নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন। পরে সুমা ঘড়ের দরজার সামনে অনশন শুরু করে এবং জানান মেনে না নেওয়া পর্যন্ত এখান থেকে কোথাও যাবেন না, প্রয়োজনে আত্ম হত্যা করবেন বলে হুমকী দেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, সুমা মুন্ডপাশা গ্রামে সরদার বাড়িতে আত্মিয়তার সুবাদে আসা যাওয়া করতো। তখনই আলামিনের লোলুক দৃষ্টি পরলে প্রেমের সর্ম্পক গড়ে তুলে। দীর্ঘ্য দিন প্রেম ভালবাসা মন দেওয়ার পরে গত ২১/১০/২০১০ সালে ঢাকায় গিয়ে মধ্যবাড্ডা কাজী অফিসে ৪ লক্ষ টাকা দেন মোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপর দীর্ঘ ৯ মাস নারায়ন গঞ্জের উত্তরপাড়া মোল্লা বাড়িতে একই সাথে বসবাস করে হঠাৎ মায়ের অসুস্থের কথা বলে ৭ মাস পূর্বে বাসা থেকে চলে যায় এবং যোগাযোগ বন্ধ করে দেয়। পরে আলামিনের বিভিন্ন আত্মীয় স্বজনদের জানিয়েও কোন সুরাহা না পেয়ে বাড়িতে চলে আসে।
এদিকে বিভিন্ন এলাকা বাসীর কাছ থেকে জানা যায় আলামিন বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। এ ব্যাপারে ঐ ওয়ার্ডের মেম্বার আবু হানিফ জানান, বিষয়টি মিমাংশার জন্য জোর চেষ্টা চলছে। ওই এলাকার ইউপি চেয়ারম্যান আবুল কালাম জানান ৪ লক্ষ টাকা কাবীন নামা এবং বিষয়টি পরিকল্পিত মনে হচ্ছে। উজিরপুর থানার পুলিশ কর্মকর্তা সুকুমার রায় জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি বিষয়টি অবগত হয়েছে অভিযোগ আসলে ব্যবস্থা নেওয়া হবে।