মোঃ বিল্লাল হোসেন, কালকিনি ॥ সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকাল ১১টায় কালকিনি প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি প্রেসক্লাব কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাব সভাপতি খায়রুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কালকিনি বার্তা’র সম্পাদক জি এম দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান, সহসভাপতি জাকির হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মাহমুদ, কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, দপ্তর সম্পাদক টি এ কানন, ইকবাল হোসেন, জাহিদ হাসান, শামিম হোসাইন, নাফিজ সিদ্দিকী তপু ও কায়কোবাদ শামীম প্রমূখ।