আবু জাফর, ঝালকাঠি ॥ ঢাকার পান্থপথে দূস্কৃতকারীদের প্রাইভেট কার চাপায় নিহত ট্রাফিক সার্জেন্ট রিয়াজুল ইসলাম রিয়াজের (৩৩) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদজুম্মা শহরের কোর্ট মসজিদে নামাজে জানাজা শেষে ঝালকাঠির কেন্দ্রীয় গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। রিয়াজের যানাজায় ঝালকাঠি জেলা ও দায়রা জজ ফারুক আহম্মদ, পুলিশ সুপার মজিদ আলী, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনিরসহ অসংখ্য মানুষ অংশ নেয়।
উল্লেখ্য দীর্ঘ ৯ দিন মৃত্যু যন্ত্রণা শেষে বুধবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। গত ১৪ ফেব্র“য়ারি সকাল সাড়ে দশটার দিকে কারওয়ান বাজারগামী একটি প্রাইভেটকারকে থামার জন্য সংকেত দিলে কারটি না থামিয়ে রিয়াজকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে রিয়াজ গুরুতর আহত হন।