নিজস্ব সংবাদদাতা ॥ পিলখানা ট্রাজেডিতে নিহত শহীদ কর্নেল জাহিদ হোসেন চপলের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার স্মরন সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে তার গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার চাঁত্রিশিরায় অনুষ্ঠিত স্মরনসভায় সাবেক ইউপি সদস্য সাহেব আলী বকতিয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সাব রেজিষ্টার মোঃ বাদল বকতিয়ার, মোঃ তুহিন মিয়া, আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক মোঃ জহিরুল হক, গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম জহির, বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মোঃ গিয়ান উদ্দিন মিয়া প্রমূখ। শেষে বাদ জুম্মা কর্নেল জাহিদসহ পিলখানায় নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।