ঢাকা-বরিশাল মহাসড়কের ৩০ কিলোমিটারে ৮ ঘন্টা তীব্র যানজট – চরম ভোগান্তি

নিজস্ব সংবাদদাতা ॥ দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগের একমাত্র ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী পৌর সদরের উত্তর পালরদী মহল্লার নির্মানাধীন কালভার্টের অব্যবস্থাপনার ঝুঁকিপূর্ণ সরু ড্রাইভারেশনের ফলে সোমবার সকাল ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মহাসড়কের ৩০ কিলোমিটারে দীর্ঘ ৮ ঘন্টা তীব্র যানজট লেগে ছিলো। ফলে চরমোনাইর মাহফিল থেকে গন্তব্যে ফেরা হাজার-হাজার মুসুল্লী, দুরপাল্লার পরিবহনের যাত্রী, এ্যাম্বুলেন্সের রোগীসহ সাধারন যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোহেল রানা জানান, সোমবার বেলা ১১টার দিকে চরমোনাইর বাৎসরিক ওয়াজ মাহফিলের আখেরী মোনাজাত শেষে শত শত পরিবহনে মুসুল্লীরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হয়। মুসুল্লীবাহী পরিবহনগুলো মহাসড়কের গৌরনদী পৌর সদরের উত্তর পালরদী মহল্লার নির্মানাধীন কালভার্টের সরু ড্রাইভারেশন দিয়ে পারাপার হতে গিয়ে যানজটের সৃষ্টি হয়। এরইমধ্যে বেলা আড়াইটার দিকে ড্রাইভারেশনের মুখে একটি ট্রাকের সামনের চাকা খুলে পরে যায়। ফলে যানজট আরো তীব্রতর হয়। যে কারনে ড্রাইভারশনের দক্ষিণ পার্শ্বে ইচলাদী ও উত্তর পার্শ্বে ভূরঘাটা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার মহাসড়কে সহস্রাধিক পরিবহন, পন্যবাহী ট্রাক, এ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন আটকা পরে তীব্র যানজটের সৃষ্টি হয়। গৌরনদী হাইওয়ে থানা পুলিশের নিরলস প্রচেষ্টায় সন্ধ্যা সাতটার দিকে যানজট মুক্ত করা হয়।