নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়ায় হাট-বাজারের টেন্ডার ছিনতাই ও হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হলেও মামলা নেয়নি পুলিশ। এ ঘটনায় হামলায় আহত ছাত্রলীগ নেতা ও সাধারন ঠিকাদারদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, আগামী বছরের জন্য গত রবিবার আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন হাট-বাজারের টেন্ডার দাখিলের সময় পুলিশের উপস্থিতিতে উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ইউসুফ মোল্লার নেতৃত্বে তার অনুসারীরা টেন্ডারে অংশ নিতে আসা ছাত্রলীগ নেতা লিটু তালুকদারের কাছ থেকে টেন্ডার ফরমসহ ৫ টি পে-অর্ডারের ৩ লাখ ২৬ হাজার ২৬০ টাকা ছিনিয়ে নেয়া ও মারধরের ঘটনায় উপজেলা ছাত্রলীগ সাবেক ক্রীড়া সম্পাদক লিটু তালুকদার বাদি হয়ে আহ্বায়ক ইউসুফ মোল্লার পুত্রসহ পাঁচ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার ২৪ ঘন্টা পরেও পুলিশ মামলাটি রুজু করেননি। মামলা না নেয়ার ব্যাপারে আগৈলঝাড়া থানার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ওসি (এস.আই) মোঃ আলী আহম্মদ জানান, বিষয়টি দলীয় ভাবে মীমাংসা করা হয়েছে। ফলে বাদী থানায় যোগাযোগ না করায় মামলাটি রুজু করা হয়নি।