নিজস্ব সংবাদদাতা ॥ অনেক নাটকিয়তার পর ফাইনালে বরিশাল বার্নাস। বিসিবির ওপর জমে থাকা ক্ষোভ যেন দুরন্ত রাজশাহীর ওপর ঝাড়ল বরিশাল বার্নার্স, বিশেষ করে দলটির উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। শেহজাদের অপরাজিত সেঞ্চুরির ওপর ভর করে রাজশাহীকে আজ ৮ উইকেটে হারিয়েছে বরিশাল। সবার আগে বিপিএলের ফাইনালে উঠে বিসিবিকে যেন সমুচিত জবাব দিয়ে দিলেন বরিশালের ক্রিকেটাররা।
এদিকে বরিশালের অসাধারন বিজয়ে গৌরনদীর প্রধান প্রধান সড়কে ক্রীড়াপ্রেমীরা খন্ড খন্ড আনন্দ মিছিল বের করে। কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, ছাত্রলীগ নেতা সুমন মাহমুদ, ছাত্রাবাসের শিক্ষার্থী রিয়াদ, শিশির, মাসুদ, রানা, সোহেল, মোজাম্মেল, মামুন ও লাভলুর নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়।
সংক্ষিপ্ত স্কোর:
দুরন্ত রাজশাহী: ১৮৪/৬ (২০ ওভার)
আরভিন ৮২, মুশফিকুর ৫৮
বরিশাল বার্নার্স: ১৮৯/২ (১৬ ওভার)
শেহজাদ ১১৩*, হজ ৩৩, মুস্টার্ড ৩৩
টস: বরিশাল বার্নার্স
ফল: বরিশাল বার্নার্স ৮ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: আহমেদ শেহজাদ