নিজস্ব সংবাদদাতা ॥ অনেক নাটকিয়তার পর সবার আগে বিপিএল’র ফাইনালে স্থান করে নিয়েছে বরিশাল বার্নাস। সবার আগে ফাইনালে স্থান করে নেয়ায় গতকাল মঙ্গলবার বরিশাল নগরী, গৌরনদী উপজেলা সদর, পৌর এলাকার গেরাকুল মহল্লাসহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করে রং ছিটিয়ে উল্লাস করার খবর পাওয়া গেছে।
বরিশাল নগরী, গৌরনদী বাসষ্ট্যান্ডসহ উপজেলার প্রধান প্রধান সড়কে ক্রিকেটপ্রেমী সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, ছাত্রলীগ নেতা সুমন মাহমুদের নেতৃত্বে, গেরাকুল মহল্লায় শরীফ মোঃ জামালের নেতৃত্বে জাতীয় পতাকা নিয়ে বিশাল আনন্দ মিছিল বের করে রং ছিটিয়ে উল্লাস করা হয়েছে।