বরিশালে পৃথক সড়ক দূর্ঘটনায় চারজন নিহত

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের বাকেরগঞ্জ ও উজিরপুরে বৃহস্পতিবার পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৪ জন নিহত ও ১জন আহত হয়েছে। এরমধ্যে একজন বরগুনার আমতলী পৌর মেয়রের গাড়ির চাকায় পৃষ্ট হয়ে নিহত হয়েছে।

জানা গেছে, সকাল নয়টার দিকে ঝালকাঠী থেকে গৌরনদীগামী একটি মটরসাইকেল বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের মুন্ডপাশা নামক এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা যমুনা তৈলবাহী ট্যাংক লরীর সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মটরসাইকেল চালক ঝালকাঠী জেলার বৈদারামপুর গ্রামের আঃ মতিন মাঝির পুত্র আলম মাঝি (২৭) ঘটনাস্থলে নিহত হন। আরোহী বাদুরতলা উত্তমপুর গ্রামের সুলতান খানের পুত্র রুহুল আমিন খানকে (২৮) মুর্মুর্ষ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ঘাতক ট্যাংক লরীটিকে আটক করা সম্ভব হয়নি।

একইদিন সকালে আমতলীর পৌর মেয়র মোঃ মতিউর রহমানের পাজারো জীপ গাড়িটি বরিশাল-পটুয়াখালী সড়কের বাকেরগঞ্জ উপজেলার দুধল-মৌ এলাকা অতিক্রমকালে বরিশালগামী একটি মটরসাইকেলকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল চালক বরিশাল নগরীর সাগরদী এলাকার বাসিন্দা মোঃ শহিদ নিহত হয়। মেয়রের পাজেরো গাড়িটিকে পুলিশ আটক করেছে।

এইকইদিন দুপুরে উজিরপুরের উত্তর মোড়াকাঠি গ্রামের বাবুল সরদারের স্ত্রী হেনা বেগমের সাথে তার ৫ বছরের শিশু পুত্র বাঁধন নিজবাড়ি থেকে বাটাজোরের উদ্দেশে রওয়ানা হয়। পথিমধ্যে বরিশাল-ঢাকা মহাসড়কের কবিবাড়ি নামকস্থানে বসে অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় শিশু বাঁধন নিহত ও তার মা হেনা বেগম গুরুতর আহত হয়।