চল চল ঢাকা চল – অবশেষে মহাসমাবেশের অনুমতি পেল বিএনপি

নিজস্ব সংবাদদাতা ॥ রাজধানীর নয়াপল্টনে দলীয় প্রধান কার্যালয়ের সামনে ১২ মার্চ মহাসমাবেশ করার জন্য ঢাকা মহানগর পুলিশের কাছ থেকে অনুমতি পেয়েছে বিএনপি।

বিএনপির মহানগর সদস্য সচিব আবদুস সালাম জানান, শনিবার সকালে তাদের একটি প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদের সঙ্গে দেখা করলে আনুষ্ঠানিক অনুমতি দেন। দুইদিন পর প্রচারণা ও মাইকিংয়ের অনুমতিও পাওয়া যাবে বলে আমাদের আশস্ত করেছেন পুলিশ কমিশনার।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন বলেন, “১২ মার্চ নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে জনসভা করার অনুমতি দেওয়া হয়েছে। সেদিন মাইক ব্যবহারেরও অনুমতি দিয়েছি আমরা।”

শনিবার বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে মহানগর পুলিশ কার্যালয়ে বেনজীর আহমেদের সঙ্গে বৈঠকে এ বিষয়গুলোও তুলে ধরে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন সাংসদ আবদুল মমিন তালুকদার খোকা, বিএনপির মহানগর কমিটির সদস্য সচিব আবদুস সালাম ও যুগ্ম আহবায়ক কাজী আবুল বাশার।

গত ৯ জানুয়ারি চট্টগ্রাম পলোগ্রাউণ্ড থেকে ‘ঢাকা চলো’ কর্মসূচি ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। সে অনুযায়ী ১২ মার্চ ঢাকায় এই মহাসমাবেশ করতে ইতোমধ্যে সারাদেশে প্রচার শুরু করেছে প্রধান বিরোধী দল ও তার সমমনা দলগুলো। বিএনপির মহানগর কমিটির আহ্বায়ক ও দলের সহসভাপতি সাদেক হোসেন খোকা শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, মহাসমাবেশ করার জন্য তারা পল্টন ময়দান বা মানিক মিয়া এভিনিউ ব্যবহারের অনুমতি চেয়েছিলেন। তা না পাওয়ায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই এ মহাসমাবেশ করা হবে।