১২ মার্চ মহাসমাবেশ – সরগরম দক্ষিণাঞ্চলের বিএনপি

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলীয় কর্মসূচী পালনে রয়েছেন সরগরম। ‘চলো চলো-ঢাকা চলো’ কর্মসূচীতে অংশগ্রহনের জন্য ১২ মার্চ মহাসমাবেশ - সরগরম দক্ষিণাঞ্চলের বিএনপিএখানে চলছে ব্যাপক প্রস্তুতি। সভা, সমাবশে, পথসভা ও গণসংযোগ প্রতিদিনই চলছে জোরেশোরে। ব্যস্ত সময় কাটাচ্ছের নেতা-কর্মীরা। দক্ষিণের দায়িত্ব পাওয়া নেতা-কর্মীরা মাঠ চষে বেড়াচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ১২ মার্চের ‘চলো চলো-ঢাকা চলো’ কর্মসূচী সফল করতে বিএনপির চার কেন্দ্রীয় নেতাকে বরিশাল বিভাগের সাত জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। এরা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও সাবকে প্রতিমন্ত্রী বেগম সেলিনা রহমান এবং বিএনপি চেয়ারপারসানের উপদেষ্টা এ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন। তবে মির্জা আব্বাসের অনুপস্থিতে এখানে তার দায়িত্ব পালন করছেন দলের কেন্দ্রীয় সাংঠনিক সম্পাদক এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার-এমপি। এর বাইরেও উপজেলা ভিত্তিক শীর্ষ নেতারা তাদের সমর্থকদের সাথে কয়েকদফা বৈঠক ও গণসংযোগ অব্যাহত রয়েছেন। বাহারী রঙ্গের পোষ্টার দিয়ে ছেয়ে ফেলেছেন এসব এলাকার মাঠ-ঘাট থেকে শুরু করে সর্বস্তরে।

গৌরনদীতে টানা তিনদিন খালেদা জিয়ার পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপি দলীয় স্থানীয় সাবেক সংসদ সদস্য এম.জহির উদ্দিন স্বপন। বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, আকন কুদ্দুসুর রহমান, জেলার নেতা ইঞ্জিনিয়ার ডক্টর এম.শাহআলম, লোকমান হোসেন খান, কেন্দ্রীয় বাস্তুহারা দলের সভাপতি শরীফ হাফিজুর রহমান টিপু, আশির দশকের কেন্দ্রীয় ছাত্রনেতা এস.এম মনির-উজ জামান মনির, জেলা উত্তর যুবদলের সাধারন সম্পাদক বদিউজ্জামান মিন্টু, জেলা উত্তর মহিলা দলের আহবায়ক তাসলিমা বেগমের সমর্থকেরা ইতোমধ্যে কয়েকদফায় প্রস্তুতিসভা করেছেন। তাদের সমর্থকেরা এসব এলাকার গুরুতপূর্ণ স্থানগুলো পোষ্টারে ছেয়ে ফেলেছেন।

দলীয় সূত্রে আরো জানা গেছে, আগামী ১২ মার্চের কর্মসূচী সফল করতে বরিশালের নেতা-কর্মীরা খুবই ব্যস্ত সময় পার করছেন। ‘চলো চলো-ঢাকা চলো’ কর্মসূচীতে দক্ষিণাঞ্চল থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মীরা রাজধানীতে যাবেন বলেও সূত্রটি জানিয়েছেন।