দলে ফিরিয়ে নেয়া হচ্ছে সাবেক এমপি স্বপনকে

নিজস্ব সংবাদদাতা ॥ “সাড়ে তিন বছর পর গৌরনদীতে গণসংযোগে সাবেক এমপি জহির উদ্দিন স্বপন ॥ ঘুম হারাম” শিরোনামে গৌরনদী ডট কম ও আজ বৃহস্পতিবার বরিশাল Z U Swapanথেকে প্রকাশিত দৈনিক শাহনামার প্রথম পাতায় প্রকাশিত সচিত্র সংবাদ নিয়ে গৌরনদীতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। আজ গৌরনদীতে আসা শাহনামার শত শত কপি মুহুর্তের মধ্যে বিক্রি হয়ে গেছে। পরবর্তীতে উৎসুক পাঠক ও বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকেরা শাহনামার কপি সংগ্রহের জন্য ভীড় করেন ফটোকপির দোকানে। বিক্রি হয়েছে শাহনামার শত শত ফটোকপি।

অপরদিকে বিএনপির দলীয় একাধিক সূত্রে জানা গেছে, সংস্কারের ধুয়া তুলে দলের পদ পদবী থেকে বঞ্চিত করে দীর্ঘদিন কোনঠাসা করে রাখা বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনী এলাকার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষনা বিষয়ক সাবেক সম্পাদক এম.জহির উদ্দিন স্বপনকে অবশেষে দলে ফিরিয়ে নেয়া হচ্ছে। দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের শীর্ষ নেতাদের এমন ইঙ্গিতের ভিত্তিতেই অবশেষে নিজেকে আড়াল করে রাখা সাংসদ জহির উদ্দিন স্বপন সাড়ে তিন বছর পর নিজ এলাকা গৌরনদীতে ফিরে আগামী ১২ মার্চ ঢাকায় বিএনপির মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে বেগম খালেদা জিয়ার পক্ষে ব্যাপক গণসংযোগ ও বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের সাথে একাধিক মতবিনিময় সভা করেছেন। ওইসময় দলে ফিরে যাওয়া কিংবা দলের চেয়ারপার্সন ও শীর্ষ নেতাদের ইঙ্গিতের বিষয়টি জহির উদ্দিন স্বপন এড়িয়ে গেলেও আজ বৃহস্পতিবার ফেইসবুকের মাধ্যমে আগামী ১২ মার্চ “চলো চলো ঢাকা চলো” কর্মসূচীর জন্য জহির উদ্দিন স্বপনের পক্ষে করা পোষ্টারিংয়ের খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরলে তাকে (স্বপনকে) দলে ফিরিয়ে নেয়ার বিষয়টি এলাকার তৃনমূল বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা নিশ্চিত করেছেন।