দাউদকান্দিতে সাংবাদিকের উপর পুলিশের হামলা দারোগার অপসারনের দাবীতে কর্মসূচী ঘোষণা

মাহ্ফুজ ইসলাম শিপ্লু, দাউদকান্দি ॥ দাউদকান্দি থানার এস আই এহতেশামুল ইসলাম কর্তৃক ২ জন সাংবাদিক শারীরিকভাবে নির্যাতিত হওয়ায় দাউদকান্দির সাংবাদিক সমাজ ২৪ ঘন্টার মধ্যের উক্ত এসআইর অপসারণ দাবী করেছে। ইত্তেফাকের কুমিল্লা উত্তর প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সাংবাদিকগণ মানববন্ধণ, স্থানীয় সংসদ সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূইয়া, কুমিল্লার পুলিশ সুপার, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার এর নিকট স্মারকলিপি প্রদান ও অনশন কর্মসূচী ঘোষণা করেন।

দাউদকান্দিতে মেঘনা-গোমতী সেতুতে যে ওভারলোড কন্ট্রোল মেশিন বসানো হয়েছে সেখানে প্রতি রাতে লক্ষ লক্ষ টাকা পুলিশ হাতিয়ে নিয়ে নির্ধারিত ওজনের চেয়ে ভারী ওজনের যানবাহন ছেড়ে দিয়ে সেতুটির সর্বনাশ করছে। এদিকে দাউদকান্দি সদর এবং গৌরীপুর মাদক ব্যবসার মূল কেন্দ্রে পরিণত হয়েছে। এ সমস্ত ঘটনার প্রতিবাদ করতে গিয়ে বেশ কিছুদিন যাবতই পুলিশের সাথে সাংবাদিকদের টানাপোড়েন যাচ্ছে। রাতের বেলায় অতিরিক্ত মাল বোঝাই প্রতিটি ট্রাক থেকে ৩ /৪ হাজার টাকা করে নিয়ে ছেড়ে দেয়া হয় বিধায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর দাউদকান্দি প্রতিনিধি আমির হোসেন ও ডোরের ডাক প্রতিনিধি মামুনুর রশীদ ৬ মার্চ রাত ৯ টায় ওভারলোড কন্ট্রোল মেশিন এলাকায় তথ্য সংগ্রহ করতে গেলে তাদেরকে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতনকৃষ্ণ নাথ এর উপস্থিতিতে এস আই এহতেশামুল ইসলাম বেদম পিটায়।

সাংবাদিকগণ উপস্থিত থাকায় ট্রাক চালকদের থেকে টাকা নিতে সমস্যা বিধায় পুলিশ এ ঘটনা ঘটায়।

মুরাদনগর সার্কেলের সহকারি পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে মুঠোফোনে ঘটনাটি জানালে দাউদকান্দি থানার ওসি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।