সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪৪৬০৯ প্রার্থী

নিজস্ব সংবাদদাতা ॥ সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার। জেলা পর্যায়ে ফলাফল পৌঁছে দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষার ফলাফল www.dpe.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখা যাবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ জানান, মোট ৪৪ হাজার ৬০৯ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ১২ হাজার ২৮১ জন ও নারী প্রার্থীর সংখ্যা ৩২ হাজার ৩২৮ জন। শীঘ্রই বিজ্ঞপ্তির মাধ্যমে মৌখিক পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।

গত ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা। পরীক্ষায় অংশগ্রহণ করেন মোট ৯ লাখ ৭ হাজার ৯২৬ জন প্রার্থী।

বি:দ্র: DPE.gov.bd সাইটে সমস্যার কারনে ফলাফলের ফাইলটি এখান থেকে ডাউনলোড করুন। ফাইলটি দেখতে অবশ্যই SutonnyMJ ফন্টটি ব্যবহার করতে হবে।