পিকেটারদের হামলায় প্রাইভেটকার চালক নিহত

খোকন আহম্মেদ হীরা ॥ হরতালের সমর্থনে পিকেটারদের হামলা থেকে বাঁচতে চেয়েছিলেন আব্দুর রশিদ (৩৮) নামের এক প্রাইভেটকার চালক। কিন্তু তার শেষ রক্ষা হয়নি। হরতাল সমর্থক পিকেটারদের হামলায় গুরুতর আহত হয়ে আজ রবিবার সকালে মারা গেছেন আব্দুর রশিদ। ঘটনাটি ঘটেছে রাজধানীর সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায়। নিহতের বাড়ি রংপুরের পীরগাছার অভিরাম গ্রামে। সে ওই গ্রামের গোলাম মোস্তফার পুত্র। আব্দুর রশিদ সাভারের গেন্ডা এলাকার ভাড়া বাসায় থাকতেন। জানা গেছে, রবিবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় পৌঁছলে পিকেটাররা গাড়িটিকে (ঢাকা মেট্রো ১১-৮৭৯৩) ধাওয়া করে। একপর্যায়ে তারা ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করলে আবদুর রশীদ দ্রুত পালানোর চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আবদুর রশীদ ঘটনাস্থলেই নিহত হন। সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।