গৌরনদী ও আগৈলঝাড়ায় কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি

দেলোয়ার সেরনিয়াবাত ॥ বুধবার রাতে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ওপর দিয়ে বয়ে যাওযা কাল বৈশাখী ঝড়ে কাঁচা ঘর, ক্ষেতের ইরি বোরো ধান ও পান বরজের ক্ষতি সাধিত হয়েছে। গাছের ডালাপালা ব্যাপক ভেঙ্গে ও এক একর জমির পান বরজ বিধ্বস্ত হয়ে পড়ে। ঝড়ে রাত ১০টার দিকে বিদ্যুৎ বিপর্যস্ত হয়ে পড়ে।
আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার জানান, বাশাইল, রাজিহার, লখার আইডাসহ পার্শ্ববর্তী গ্রামে কালবৈশাখী ঝড়ে ১৫ টি কাঁচা ঘর, ব্যাপক গাছপালা বিধ্বস্ত হয়েছে। গাছের ডালপালা বৈদ্যুতিক তারের ওপর পড়ে তার ছিঁড়ে গেছে। পল্লী বিদ্যুতের গৌরনদী জোনাল অফিসের ডিজিএম আবু বক্কর শিবলী জানান, বুধবার রাত ১০টার দিকে গৌরনদী উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে গোপালপুর, তাতিবাড়ি, পাথরিয়ারপাড় এলাকায় পল্লী বিদ্যুতের ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের ওপর গাছের ডাল পড়ে তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এছাড়া পল্লী বিদ্যুতের এইচটি ও এলটি লাইনের ওপর গাছের ডাল পড়ে ১০টি স্থানে  বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে। ৩৩ কেভির বৈদ্যুতিক লাইনে উপর থেকে গাছের ডাল সরিয়ে বৈদ্যুতিক তার মেরামত করে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গৌরনদী সদরে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। এইচটি ও এলটি লাইনের বৈদ্যুতিক তার মেরামত করে বৃহস্পতিবার রাতের মধ্যে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে তিনি আশা প্রকাশ করেন।