নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার মধ্য শিহিপাশা গ্রামে সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় শনিবার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, ওই গ্রামের আবু কালাম তালুকদার ও রানা গাজীর সাথে বাড়ির সম্পত্তি নিয়ে দীর্ঘদিন থেকে মামলা চলে আসছে। সম্পত্তির বিরোধের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে রানা গাজীর বসত ঘরে প্রতিপক্ষ আবু কালামের লোকজন অগ্নিসংযোগ করে। তাৎক্ষনিক স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে।