গৌরনদী সংবাদদাতা ॥ কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী রহস্য জনক ভাবে নিখোঁজ হওয়ার প্রতিবাদে ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল আলমসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার বিকেলে গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা যুবদলের সভাপতি মোঃ সফিকুর রহমান শরীফ স্বপনের, সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাধারন সম্পাদক রফিক চোকদ্দার, পৌর সভাপতি নান্না খান, গৌরনদী পৌর যুবদলের সাধারন সম্পাদক ও গৌরনদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জামাল হাওলাদার, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হাওলাদার, পৌর সাংগঠনিক সম্পাদক শ্যামল খলিফা, রুহুল তালুকদার, যুবদল নেতা হুমায়ুন কবির, আলমগীর হোসেন, সরোয়ার মোল্লা, জহিরুল, পৌর যুবদল নেতা দিদার সরদার, মীর মাসুম, মোঃ শামীম হাওলাদার, আনিচ ফকির, মোঃ নাসির মল্লিক, রুহুল আমিন সরদার, মাসুম হোসেন বিপ্লব, আনোয়ার রাড়ি, শাহাবুদ্দিন বেপারী প্রমুখ।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় যুবদলের সভাপতি সৈয়দ মোঃ মোয়াজ্জেম হোসেন আলালসহ সকল রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা থেকে নিঃশর্থ মুক্তি ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস আলীর রহস্যজনক রিখোজ হওয়ার কারনে গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে গতকাল সোমবার বিকেলে গৌরনদী যুবদলের কার্যালয়ে এক বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মোঃ জাকির হোসেন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বরিশাল জেলা উত্তর যুবদলের সাধারন সম্পাদক বদিউজ্জামান মিন্টুর উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন, বরিশাল জেলা উত্তর মহিলা দলের আহ্বায়ক তাসলিমা, জেলা বিএনপি নেতা কাজী ছরোয়ার, পৌর বিএনপি শ্রমিকদল সভাপতি আলাউদ্দিন বেপারী, পৌর বএনপি সাধারন সম্পাদক দুলাল আকন, গৌরনদী উপজেলা বিএনপির সহ সভাপতি আকবর হোসেন মোল্লা, গ্রাম ও সরকার বিষয়ক সম্পাদক আমির ফকির বিএনপি নেতা রব সরদার, থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ ফরিদ মিয়া, এমএ গফুর, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ রাকিব গাজী, হুসাইন তুষার, সামচু সরদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ ভূইয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোল্লা মাহফুজ, ছাত্রদল নেতা নাছিন উদ্দিন, জাফর খান, সজল সরকার, তাসির প্রমূখ।