নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামে বৃহস্পতিবার গাছের চাঁপায় এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার বাকাল গ্রামের ছত্তার মল্লিকে পুত্র কাঠুরে মতিন মল্লিক (২৮) গাছ কাঠতে পার্শ্ববর্তী রাজিহার গ্রামে যায়। গাছ কেটে ৪ শ্রমিক কাঁধে নিয়ে নিদৃষ্ট স্থানে নেয়ার সময় ৩ শ্রমিক কাঁধ থেকে গাছ ফেলে দিলেও মতিন ফেলতে না পাড়ায় গাছের নিচে চাঁপা পড়ে। অন্যান্য শ্রমিকেরা গুরুতর অবস্থায় মতিনকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও তাৎক্ষনিক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথিমধ্যে সে (মতিন) মারা যায়।