সাংবাদিক টিটুর ছেলের জন্য জনতা ব্যাংকের শিক্ষা বৃত্তির অনুদান ঘোষনা

নিজস্ব সংবাদদাতা ॥ রাজধানী ঢাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত বরিশালের সাংবাদিক শহিদুজ্জামান টিটুর একমাত্র শিশু পুত্র তাসিনের জন্য এক লক্ষ টাকার শিক্ষা বৃত্তি অনুদান বরাদ্দ করেছেন জনতা ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার বাবলু। শীঘ্রই জনতা ব্যাংকের এ অনুদানের চেক নিহত টিটুর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও এ্যাডভোকেট বলরাম পোদ্দার উল্লেখ করেন। তিনি শুধু জনতা ব্যাংক-ই নয় টিটুর একমাত্র পুত্র ও পরিবারের পাশে সমাজের মহানুভব ব্যক্তিদের সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার জন্যও অনুরোধ করেছেন।

আজ বিক্ষোভ সমাবেশ:
সাংবাদিক শহিদুজ্জামান টিটুকে বাস চাপা দিয়ে হত্যাকারী ঘাতক চালক নাঈম মোল্লার জামিনের খবরে বরিশালের সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে নিহত সহকর্মী টিটুকে হারানোর শোককে শক্তিতে পরিনত করার লক্ষ্যে আন্দোলন কর্মসূচী ঘোষনা করা হয়েছে। প্রেসক্লাবের সাধারন সম্পাদক লিটন বাশার জানান, ঘোষিত কর্মসূচীর মধ্যে রয়েছে তিনদিনব্যাপী কালোব্যাজ ধারন ও আজ সোমবার বিকেল চারটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বিক্ষোভ সমাবেশ। প্রেসক্লাব সভাপতি মানবেন্দ্র বটব্যাল জানান, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি, নিরাপদ সড়ক বাস্তবায়ন ও সড়ক-মহাসড়কে দূর্ঘটনার জন্য দায়ী যানবাহনের চালকদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।

দোয়া-মিলাদ:
সাংবাদিক শহিদুজ্জামান টিটুর আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে গতকাল রবিবার দুপুরে ফটো সাংবাদিকদের উদ্যোগে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। নগরীর বায়তুল মোকাররম জামে মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত দোয়া-মিলাদে সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

টিটুর বাসায় রাজনৈতিক নেতাদের ঢল:
মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত সাংবাদিক শহিদুজ্জামান টিটুর পরিবারকে শান্তনা দেয়ার জন্য তার নগরীর কালীবাড়ি রোডের বাসায় রাজনৈতিক সিনিয়র নেতাদের ঢল নামে। আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন-এমপি, সিটি মেয়র শওকত হোসেন হিরন, এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, কেন্দ্রীয় যুবলীগ নেতা মাহামুদুল হক খান মামুন, জেলা ও মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা নিহত টিটুর পরিবারকে শান্তনা দিতে গিয়ে পরিবারের সদস্যদের আহাজারিতে নিজেরাই কান্নায় ভেঙ্গে পরেন।