বাতিল হচ্ছে বরিশাল শিক্ষা বোর্ডের ৬’শ বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের অনুমতি

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল শিক্ষা বোর্ডের ৬’শ বিদ্যালয়ের বিজ্ঞান শাখার অনুমিত বাতিল করা হচ্ছে। মন্ত্রণালয়ের নিয়মানুযায়ী এসব বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী না থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সকল বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ১০ জনের কম শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবুল বাশার জানান, মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী প্রতি বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ২৫ জনের কম শিক্ষার্থী থাকলে কারন দর্শানো নোটিশ দেয়া হয়। সন্তোষজনক জবাব না এলে তাদের বিজ্ঞান বিষয়ে পাঠদানের অনুমতি বাতিল করা হয়। সে অনুযায়ী এসব বিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শিক্ষা বোর্ডের অধীনে বিদ্যালয়গুলো হচ্ছে-বিভাগের ৬ জেলার মধ্যে বরিশালে ১২৯, পটুয়াখালীর ১২৩, পিরোজপুরের ১৪৫, ঝালকাঠিতে ৬১, ভোলায় ৮৪ ও বরগুনায় ৬২টি বিদ্যালয়। বোর্ডের নতুন কোন আদেশ জারি না হলে শীঘ্রই এসব বিদ্যালয়ের বিরুদ্ধে অনুমতি বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করা হবে। এ ব্যাপারে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. বিমল কৃষ্ণ মজুমদার বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ীই ব্যবস্থা নেয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কোঠা পূরন করতে ব্যর্থ হওয়া এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বর্তমানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ে পড়াশুনা করতে অনাগ্রহী হয়ে পড়েছে। কোন শিক্ষার্থীকে বিজ্ঞান বিষয়ে পড়ার জন্য জোড় করে আনা যাচ্ছে না। তাই নির্ধারিত কোঠা পুরন করা যাচ্ছে না।