বরিশালে মামলার স্বাক্ষীদের গ্রেফতার করে আসামি বানিয়েছে পুলিশ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার রাজাপুর বাজারে আগুন দিয়ে ১০টি দোকান ঘর ভস্মিভুত করার ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর দায়ের করা মামলার আসামিদের পরিবর্তে মামলার তিনজন স্বাক্ষীকে গ্রেফতার করে আসামি বানিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাতে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী হানিফ বেপারী অভিযোগ করেন, গত ২৭ এপ্রিল পরিকল্পিত ভাবে রাজাপুর বাজারের দোকানে আগুন লাগানোর ঘটনায় ১০ টি দোকান সম্পূর্ন ভস্মিভুত হয়। এ ঘটনায় তিনি বাদি হয়ে বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় আলী হোসেন বেপারী, জুয়েল বেপারী, সোহেল বেপারীসহ আরো অজ্ঞাতনামা ৫ জনকে। ওই মামলায় স্বাক্ষী করা হয় নন্দনপট্টি গ্রামের মাওলা সরদার, মহিউদ্দিন সরদার ও অহিদুল হাওলাদারকে। আদালতের বিচারক মামলাটি এজাহার হিসেবে গ্রহন করে আইগত ব্যবস্থা গ্রহনের জন্য গৌরনদী থানার ওসিকে নিদের্শ দেন। গৌরনদী থানার ওসি আবুল কালাম মঙ্গলবার মামলাটি রুজু করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই স্বপন কুমার হাওলাদার জানান, অগ্নিকান্ডের ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে মামলার স্বাক্ষী মাওলা সরদার, মহিউদ্দিন সরদার ও অহিদুল হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল বুধবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। মামলার বাদি হানিফ বেপারী অভিযোগ করেন, রহস্যজনক কারনে তার দায়ের করা মামলার আসামিদের সহযোগীতায় পুলিশ মামলার স্বাক্ষীদের গ্রেফতার করেছে।