নিজস্ব সংবাদদাতা ॥ মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয়ার প্রতিবাদে শুক্রবার বিকেলে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সুন্দরকাঠি মোল্লারহাট বাজারে মানবন্ধন করেছে ক্ষুব্ধ এলাকাবাসি। মাদক ব্যবসায়ী অশোক চক্রবর্তী ওরফে খোকন ঠাকুরকে ছেড়ে দেয়ায় পুলিশের এ.এস.আই সহিদুল ইসলামের বিচারের দাবি করেন মানববন্ধনকারীরা।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি (অতিরিক্ত দায়িত্বে) এস.আই হুমায়ুন কবির বলেন অশোকের গোয়াল ঘরে ৬ বোতল ফেন্সিডিল পাওয়া গেছে, তা জব্দ করা হয়েছে।
বিক্ষুব্ধ এলাকাবাসি জানায়, অশোক চক্রবর্তীকে মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে ২৮ বোতল ফেন্সিডিলসহ পুলিশ আটক করে। এর পরই পুলিশের এএসআই সহিদুল মোটা অংকের উৎকোচের বিনিময়ে অশোককে ছেড়ে দেয়। এনিয়ে এলাকাবাসির মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফলশ্রুতিতে শুক্রবার বিকেলে এলাকাবাসি মাদক বিক্রেতা অশোক চক্রবর্তী এবং অভিযুক্ত এএসআই সহিদুলের বিচারের দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মোঃ কবির হোসেন মোল্লা, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন তালুকদার, মোবারক হোসেন সিকদার, মোকছেদ খান, মন্নান খান প্রমুখ।
ewikv‡j cywjk Awdmv‡ii
wePv‡ii `vwe‡Z gvbeeÜb
wbR¯^ msev“vZv, †MŠib`x, 18 †g \ gv`K e¨emvqx‡K †Q‡o †`qvi cÖwZev‡` MZKvj ïµevi we‡K‡j ewikv‡ji ev‡KiMÄ Dc‡Rjvi my›`iKvwV †gvjvinvU evRv‡i gvbeÜb K‡i‡Q ¶zä GjvKvevwm| gv`K e¨emvqx A‡kvK PµeZ©x Ii‡d †LvKb VvKzi‡K †Q‡o †`qvqcywj‡ki G.Gm.AvB mwn`yj Bmjv‡gi wePv‡ii `vwe K‡ib gvbeeÜbKvixiv|
G wel‡q ev‡KiMÄ _vbvi Awdmvi BbPvR© Iwm (AwZwi³ `vwq‡Z¡) Gm.AvB ûgvqyb Kwei e‡jb A‡kv‡Ki †Mvqvj N‡i 6 †evZj †dwÝwWj cvIqv †M‡Q, Zv Rã Kiv n‡q‡Q| we¶zä GjvKvevwm Rvbvq, A‡kvK PµeZ©x‡K g½jevi iv‡Z wbR evwo †_‡K 28 †evZj †dwÝwWjmn cywjk AvUK K‡i| Gi ciB cywj‡ki GGmAvB mwn`yj ‡gvUv As‡Ki Dr‡Kv‡Pi wewbg‡q A‡kvK‡K †Q‡o †`q| Gwb‡q GjvKvevwmi g‡a¨ Zxeª †¶v‡fi m„wó n‡q‡Q| djkÖ“wZ‡Z MZKvj ïµevi we‡K‡j GjvKvevwm gv`K we‡µZv A‡kvK PµeZ©x Ges Awfhy³ GGmAvB mwn`y‡ji wePv‡ii `vwe‡Z gvbeÜb I we‡¶vf wgwQj K‡i‡Qb| †k‡l AbywôZ cÖwZev` mfvq e³e¨ iv‡Lb †gvt Kwei †nv‡mb †gvjv, BDwc m`m¨ †gvt Rvnv½xi †nv‡mb ZvjyK`vi, †gveviK †nv‡mb wmK`vi, †gvK‡Q` Lvb, gbœvb Lvb cÖgyL|