ধানের ন্যায্য মূল্য ও কেন্দ্রীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে গৌরনদীতে বিএনপি’র স্মারক লিপি প্রদান

 

নিজস্ব সংবাদদাতা ॥ ধানের ন্যায্য মূল্য ও ১৮ দলীয় কেন্দ্রীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসুচী অনুযায়ী বুধবার সকালে বরিশালের গৌরনদী উপজেলা ১৮ দলীয় ঐক্য জোটের উদ্যোগে প্রতিবাদ সভা ও প্রধানমন্ত্রীর কাছে স্মারক লিপি প্রদান করা হয়।

এ উপলক্ষে গৌরনদী উপজেলা বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন গৌরনদী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. আলহাজ্ব আবুল হোসেন মিয়া। বক্তব্য রাখেন গৌরনদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম ফকির, উপজেলা জামায়াতের আমীর মোস্তাফিজুর রহমান, উপজেলা কর্মপরিষদের সদস্য মো. নজরুল ইসলাম, মোল¬া আনোয়ারুল হক, উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম হোসেন মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ আউয়াল লোকমান, বাটাজোর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন বাবুল, সরিকল ইউনিয়নের সভাপতি আকন সুজন, খাঞ্জাপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম সেলিম, উপজেলা যুবদলের সভাপতি মো. শফিকুর রহমান শরীফ স্বপন, সাধারণ সম্পাদক মো. রফিক চোকদার, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন হাওলাদার, পৌর যুবদলের সভাপতি মো. নান্না খান, সাধারণ সম্পাদক মো. জামাল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. শ্যামল খলিফা, উপজেলা মৎস্যজীবি দল আহবায়ক মো. আলতাফ হোসেন মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম সুমন, উপজেলা শ্রমিক দল আঃ হালিম খান, মোঃ মহিউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তাইফুর রহমান কচি, যুগ্ম আহবায়ক মো. শাহজাদা শরীফ, মো. জাকির কবিরাজ, পৌর স্বেচ্ছাসেবক দল আহবায়ক মো. মাসুম বিল্লাহ মিলন, আবুল হোসেন, উপজেলা ছাত্রদল নেতা মোঃ জসিম শরীফ, মোঃ নাদিম, কাজী সোহাগ, মনির হাওলাদার, সাহিদ হাওলাদার, জাবেদ সেলিম, এস.এম বেলাল, উপজেলা ছাত্র শিবিরের সাধারন সম্পাদক আল-আমীন প্রমূখ। শেষে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান মন্ত্রীর বরাবরে স্মারক লিপি প্রদান করেন।