নিজস্ব সংবাদদাতা ॥ ধানের ন্যায্য মূল্য ও ১৮ দলীয় কেন্দ্রীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বুধবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা ১৮ দলীয় ঐক্য জোটের উদ্যোগে প্রতিবাদ সভা ও প্রধানমন্ত্রীর বরাবরে ইউএনও’র মাধ্যমে স্মারকলিপি প্রদানের কর্মসূচী পুলিশের বাঁধায় পন্ড হয়ে গেছে।
উপজেলা বিএনপির একাংশের সভাপতি আব্দুল লতিফ মোল্লা ও সাধারন সম্পাদক এস.এম আফজাল সিকদার জানান, শতাধিক নেতা-কর্মীরা তাদের নেতৃত্বে প্রধানমন্ত্রীর বরাবরে ইউএনও দীপঙ্কর বিশ্বাসের মাধ্যমে স্মারকলিপি প্রদানের জন্য দলীয় কার্যালয় থেকে রওয়ানা হন। পথিমধ্যে নেতা-কর্মীরা আগৈলঝাড়া সদরে পৌঁছলে থানা পুলিশ তাদের বাঁধা প্রদান করে। এসময় পুলিশের সাথে বিএনপির নেতা-কর্মীদের বাকবিতন্ডা বাঁধে। একপর্যায়ে পুলিশের বাঁধায় বিএনপির সকল কর্মসূচী পন্ড হয়ে যায়।
আগৈলঝাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক এস.আই আক্কাস আলী জানান, বিএনপির নেতা-কর্মীরা বিশৃংখলা সৃষ্টির লক্ষ্যে মিছিল শুরু করলে তাদের বাঁধা দেয়া হয়েছে।
অপরদিকে গৌরনদী উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভা শেষে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।