বরিশাল পলিটেকনিকের ১২’শ শিক্ষার্থীকে আসামি করে মামলা দায়ের

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ১২’শ শিক্ষার্থীকে আসামি করে দ্রুতবিচার আইনে মামলা দায়ের করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে কোতয়ালী মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) মোঃ আলমগীর হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন (যার নং-নং-৪৯)।

বৃহস্পতিবার বিকেলে ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণীতে নামিয়ে দেয়ার গুজবের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে নগরীর বটতলা এলাকার অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান, বাসা বাড়ি ও যানবাহন ভাংচুর করে সড়ক অবরোধ করে জনমনে ভীতি সৃষ্টির অভিযোগে এ মামলা করা হয়েছে। কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান জানান, দ্রুত বিচার আইনের ৩ ও ৪ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলায় পুলিশ ও জনতার হাতে আটক ২০ ছাত্রসহ ৪২ জন আসামির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সর্বমোট ১২’শ আসামি করা হয়েছে।