নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর সদর রোডের শুভ জুয়েলার্সে গতকাল শনিবার ভোরে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। সংঘবদ্ধ ডাকাতরা প্রায় এক’শ ভড়ি স্বর্ণালংকার লুটে নিয়েছে। জুয়েলারির মালিক জয়দেব দাস জানান, ভোর সাড়ে পাঁচটায় দিকে দোকানের শাটার কেটে পাঁচ ডাকাত ভীতরে প্রবেশ করে তার হাত পা বেঁধে শারিরিক নির্যাতন করে সিন্দুকের চাবি কেড়ে নেয়। পরে ডাকাতরা সিন্দুক থেকে প্রায় এক’শ ভড়ি স্বর্ণালংকার লুটে নেয়। ডাকাতের হামলায় আহত ব্যবসায়ী জয়দেব দাসকে নগরীর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।