গৌরনদী-পয়সারহাট মহাসড়কের ব্রিজ ভেঙ্গে গর্তের সৃষ্টি – যানবাহন চলাচল ব্যহৃত

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী-পয়সারহাট ভায়া আগৈলঝাড়া মহাসড়কের ব্যস্ততম আগৈলঝাড়া সদরের নগরবাড়ি এলাকার মহাসড়কের একটি ব্রিজে ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচল ব্যহৃত হচ্ছে। ব্রিজটির এ করুন দশার এক সপ্তাহ পেরিয়ে গেলেও সওজ কর্তৃপক্ষ ব্রিজটি সংস্কারের জন্য এখনো কোন পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্রিজের গর্তেরস্থানে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় অসংখ্য দুর্ঘটনা।

বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রায় ৪০ বছর পুর্বে পানি নিস্কাশনের জন্য নগরবাড়ি নামকস্থানে ব্রিজটি নির্মান করা হয়। ব্যস্ততম এ মহাসড়ক দিয়ে প্রতিদিন ঢাকা ও বরিশালগামী দুরপাল¬ার অসংখ্য গাড়ি চলাচল করছে। আগৈলঝাড়া, কোটালীপাড়া, উজিরপুরসহ পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকার প্রতিদিন হাজার হাজার লোকজন এ সড়ক দিয়ে যাতায়াত করে আসছে। এ ব্যস্ততম সড়কটির নগরবাড়ি নামকস্থানের দীর্ঘদিনের পুরনো ব্রিজটি গত এক সপ্তাহ পূর্বে ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়ে যানবাহনসহ জনসাধারনের চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছে। রাতের অন্ধকারে এ সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন।

গুরুত্বপূর্ণ গৌরনদী-আগৈলঝাড়া-পয়সারহাট মহাসড়কের এ গর্তের স্থানে স্থানীয়রা সতর্ক সংকেত হিসেবে বাঁশের খুঁটি বেঁধে দিলেও বরিশাল সড়ক ও জনপদ বিভাগের এখনো বিষয়টি নজরেই আসেনি। এ ব্যাপারে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের এসও শিশির কুমার বড়াল বলেন, গত দু’দিনপূর্বে গর্তের স্থান আমরা পরিদর্শন করেছি। শীঘ্রই গর্তেরস্থান সংস্কার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।