শিশু কন্যার শ্লীলতাহানী সালিশ বৈঠকে হামলা সংঘর্ষে ২০ জন আহত

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী, ৮ জুন ॥ শিশু কন্যার শ্লীলতাহানিকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামে গত বৃহস্পতিবার গভীর রাতে দু’দল সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের গৌরনদী উপজেলা হাসপাতালের ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহত সূত্রে জানা গেছে, পিঙ্গলাকাঠী গ্রামের লিটন সরদারের শিশু কন্যা লিশা আক্তারকে (৭) গত মঙ্গলবার দুপুরে একই গ্রামের আদম আলীর পুত্র মিলন সরদার (১৪) টেনে হিচরে পান বরজে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এনিয়ে ওইদিন দু’গ্র“পের মধ্যে বাকবিতন্ডা হয়। বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসার উদ্যোগ নেয় গ্রাম্য মাতুব্বররা। বৃহস্পতিবার রাত ১০ টায় লিটন সরদারের বাড়িতে মীমাংসা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে অভিযুক্ত মিলনকে জুতা পেটা করা হয়। এতে তার আত্মীয়-স্বজনরা ক্ষিপ্ত হয়ে বৈঠকে উপস্থিত প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এ নিয়ে উভয় গ্র“পের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংর্ঘষে উভয় গ্রপের কমপক্ষে ২০ জন আহত হয়। গুরুতর আহত মিলন সরদার (১৩), করুনা আক্তার (১৯), কালু সরদার (৫৫), জহুরা বেগম (২০), হাবুল সরদার (২৪), আবুল সরদারকে (২১) গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। গ্রাম্য মাতুব্বর মোঃ সেলিম সরদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মীমাংসা বৈঠকের রায় কার্যকর করা শুরু হলে সংঘর্ষের ঘটনা ঘটে। গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।