বরিশালে মহিলা সংস্থার ওরিয়েন্টেশন কর্মশালা

 

নিজস্ব সংবাদদাতা ॥ ডিজিটল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও ক্ষুদ্র ঋণ ফলোআপ বিষয়ক কর্মশালা সোমবার অনুষ্ঠিত হয়েছে।

বরিশালের গৌরনদী উপজেলা মহিলা সংস্থার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাডভোকেট অধ্যাপক মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) নাজনীন বেগম, তথ্য আপার প্রকল্প পরিচালক নাসরীন আক্তার, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান  মোঃ শাহ আলম খান, জাতীয় মহিলা সংস্থা প্রকল্প পরিচালক (উপ সচিব) মীনা পারভীন, জেলা মহিলা সংস্থার সভানেত্রী মাহেরুন বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা সংস্থার গৌরনদীর সভানেত্রী সৈয়দা মনিরুন নাহার মেরী। বক্তব্য রাখেন গৌরনদী থানার ওসি আবুল কালাম, পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, কৃষ্ণ কান্ত দে, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ কামরুজ্জামান, যুব উন্নয়ন অফিসার খান মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানম,  সমবায় অফিসার খুরশিদ আলম, পৌর মহিলা কাউন্সিলর সৈয়দা খায়রুন নাহার মায়া প্রমুখ।