আগৈলঝাড়া নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

 

আগৈলঝাড়া সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া সাংবাদিকদের সাথে উপজেলা নবাগত নির্বাহী অফিসার মো. আজমল হোসেনের মতবিনিময়। মঙ্গলবার সকালে আগৈলঝাড়া নবাগত উপজেলা নির্বাহী অফিসার তার অফিস কক্ষে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য মত বিনিময় করেন।

মতবিনিময়কালে নির্বাহী অফিসার মো. আজমল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা এলাকাকার উন্নয়ন ও সমস্যা মূলক সংবাদ লিখবেন। আপনাদের লেখার মাধ্যমে মাঠ পর্যায়ের অনিয়ম, উন্নয়ন, সমস্যা, সম্ভাবনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে, যার সূত্র ধরে সরকারের উন্নয়ন মূলক কজ বাস্তবয়ন করা সম্ভব এবং দূর্নিতী-অনিয়ম প্রতিরোধ করা সম্ভব। এসময় নির্বাহী কর্মকর্তা মো. আজমল হোসেন সকল বিষয়ে সাংবাদিকদের পাশে দাড়ানোর অশ্বাস দেন। মত বিনিময়কালে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান স্বপন, সাংবাদিক মো. সাইফুল ইসলাম, কেএম আজাদ রহমান, ওমর আলী সানি, তপন বসু, ফেরদৌস মোল্লা, শামিমুল ইসলাম ও মো. জাহিদুল ইসলাম।