নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার-রাংতা-গৌরনদীর ব্যস্ততম সড়কের ব্রিজ সংস্কারের পর পরই ধ্বসে যানবাহনসহ লোকজনের চলাচলের বিঘœ ঘটছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী অফিসের কোন মাথা ব্যথা নেই।
জানা গেছে, ২০১০ সনের শেষার্ধে উপজেলা এডিপি প্রকল্পের মাধ্যমে ৭৫ হাজার টাকায় ওই ব্রিজটি সংস্কার করা হয়েছিল। সংস্কারের ১ মাসের মধ্যে পুর্নরায় ব্রিজটি ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়েছে। পরবর্তীতে কোন রকমে জোরাতালি দিয়ে গর্ত পূরন করা হয়। পরবর্তীতে ৪ মাসের ব্যবধানে ওই ব্রিজের একেইস্থানে আবারও গর্তের সৃষ্টি হয়েছে। ব্রিজটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহনসহ পথচারীরা আসা যাওয়ার পথে অহরহ দুর্ঘটনার স্বীকার হচ্ছেন। ব্রিজটি সংস্কারের জন্য স্থানীয়রা একাধিকবার উপজেলা এলজিইডি অফিস সহ বিভিন্ন কর্মকর্তার কাছে ধর্না দিয়েও ব্যর্থ হয়েছেন। বর্তমানে স্থানীয়রা একটি বাঁশের মাথায় লাল কাপড় বেঁধে গর্তের স্থানে বিপদ সংকেত দিয়েছের। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ব্রিজের জন্য প্রকল্প দিলে তা বাস্তবায়ন করা হবে।