বেগম জিয়া দেশকে দশ বছরের জন্য পিছিয়ে নিতে চায়

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের ১০ উপজেলার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ঈর্ষানীয় ফলাফল অর্জনকারী মেধাবী ও গরীব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানের বক্তারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০২১ সনের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিনত করতে চাইলেও বেগম খালেদা জিয়া তা করতে চাচ্ছেন ২০৩০ সনে। বেগম জিয়া দেশকে ১০ বছরের জন্য পিছিয়ে নিতে চায়।

শনিবার দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে জেলা পরিষদ কর্তৃক আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা উল্লেখিত কথাগুলো বলেছেন। জেলা পরিষদের প্রশাসক ডাঃ এ.কে.এম মোখলেছুর রহমানের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আক্কাস হোসেন, বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, উজিরপুর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু, প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেন প্রমুখ। শেষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ঈর্ষানীয় ফলাফল অর্জনকারী গরীব ও মেধাবী ৫৩৭ জন শিক্ষার্থীদের মাঝে ৯ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরন করা হয়।