বৌ-ভাত অনুষ্ঠানে খাবার বিনষ্ট – খাঞ্জাপুরে বর পক্ষের ওপর কনে পক্ষের হামলা – আহত-১০ – লুটপাট

নিজস্ব সংবাদদাতা ॥ বৌ-ভাত অনুষ্ঠানে খাবার বিনষ্টের জেরধরে বাকবিতন্ডার একপর্যায়ে কনে পক্ষের লোকজনে হামলা চালিয়ে বর পক্ষের কমপক্ষে ১০জনকে আহত করেছে। হামলাকারীরা বর পক্ষের লোকজনের ব্যবহৃত স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুটপাট করে নিয়েছে। হামলায় গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের প্রত্যন্ত কমলাপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী, আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের জেন্নাত আলী সরদারের পুত্র সান্টু সরদারের সাথে পাশ্ববর্তী বাঘমারা গ্রামের হানিফ ফকিরের কন্যা সিমা আক্তারের বিবাহোত্তর বৌ-ভাত অনুষ্ঠান ছিলো গতকাল শনিবার। বৌ-ভাত অনুষ্ঠানে খাবার বিনষ্টের জেরধরে কনের পক্ষের ইমাম ঢালী, শুকুর দালাল, কামাল দালালের সাথে বরের খালাতো ভাই কামাল সরদারের বাকবিতন্ডা হয়। এ ঘটনার জেরধরে ওইদিন বিকেল সাড়ে চারটার দিকে কামাল ও তার পরিবারের লোকজন অনুষ্ঠান শেষে বাড়ির ফেরার পথিমধ্যে ইমাম ঢালী, শুকুর দালাল ও কামালের নেতৃত্বে ২০/২৫ জন যুবকেরা অর্তকিত ভাবে কামালের ওপর হামলা চালায়। হামলায় কামালসহ তার পরিবারের কমপক্ষে ১০জন আহত হয়। গুরুতর আহত কামাল সরদার, সোহেল সরদার, নুরু নাহার বেগম, রাজিয়া সুলতানা, সুফিয়া বেগম ও শিল্পী বেগমকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলাকারীরা হামলায় আহতদের ব্যবহৃত স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুটপাট করে নিয়েছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়। গৌরনদী থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) গাজী শামীম লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করেছেন।