নিজস্ব সংবাদদাতা ॥ পবিত্র শবে মেরাজের তাৎপর্য তুলে ধরে গত ১৬ জুন রাতে বরিশালের ঐতিহ্যবাহী সরকারি গৌরনদী কলেজ মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী উন্নয়ন ফাউন্ডেশন গৌরনদীর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় ফাউন্ডেশনের সভাপতি মোঃ বায়েজীদ শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম। আলোচনা করেন হাফেজ মাওলানা মোঃ আবুল কালাম।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ আলমগীর হোসেন, মাওলানা মোঃ শাহাদাত হোসেন, সাধারন সম্পাদক এস.এম শাহাদাত হোসেন জাকির, সরকারি গৌরনদী কলেজের প্রফেসর মোঃ মোক্তার হোসেন, মাহবুব আলম, ফাউন্ডেশনের সদস্য মোঃ ফারুক হোসেন, মোঃ লিটন খান, মোঃ আমিরুল শরীফ, মোঃ শাহেআলম, মোঃ মনোয়ার হোসেন, মোঃ মারুফ সিকদার প্রমুখ।