নিজস্ব সংবাদদাতা ॥ ছাত্রদলের অভ্যন্তরীন কোন্দলের জেরধরে রবিবার রাতে বরিশাল নগরীর ভাটিখানা এলাকার রোকেয়া আজিম সড়কের বাসিন্দা নিজাম উদ্দিন (৩০) নামের এক ছাত্রদল নেতার ডান হাত কেটে নিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় সোমবার দুপুরে মামলা দায়ের করা হয়েছে।
নিজামের ভাই ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রাজা আহম্মেদ জানান, ছাত্রদলের অভ্যন্তরীন কোন্দলকে কেন্দ্র করে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। এ ঘটনায় পুলিশ জসিম নামের এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জসিম সাবেক ওয়ার্ড কাউন্সিলর নিগার সুলতানা হনুফার ভাই। জানা গেছে, রবিবার রাত সাড়ে নয়টার দিকে ৪/৫ জন যুবক নিজামকে বাসা থেকে ডেকে নিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে তার ডান হাত কেটে নেয়। স্থানীয়রা নিজামকে মুর্মুর্ষ অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, জসিমের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে হামলার শিকার নিজাম পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় কাউনিয়া থানায় জসিমসহ তার সহযোগীদের বিরুদ্ধে গতকাল সোমবার দুপুরে মামলা দায়ের করা হয়েছে।